কল্পতরু

কি চাও ঠাকুর ? ভ্রমে থাকি সর্বক্ষণ !
ভুলে থাকি তুমি আছো প্রতিনিয়ত পাশে
প্রতিদিন, প্রতি পল, সুখ সমৃদ্ধি শূলে -
ডুবে থাকি আমৃত্যু অন্ধ কুয়াশায় ! 
হে ঠাকুর কি চাও তুমি ?

এই জগৎ অনিত্যের মেলা, 
ষড়রিপুর সরা - তুমি জানো, 
তবু বিবেকেরে নিদ্রিত রাখো নিজ খেয়ালে,
                 কি চাও তুমি ?
ভুলে থাকি যা দেখি দুচোখ ভরে
            সব‌ই মিথ্যে, ভুল ; 
জন্ম জন্মান্তর শুধু কর্দমাক্ত হ‌ই ?
কি চাও ঠাকুর !

হে সর্বশক্তিমান, ঈশ্বর, যোগপুরুষ -
ক্ষম হে মোরে, দাও প্রেম বিশ্বজন তরে ;
দাও শুদ্ধাভক্তি, শুদ্ধ দৃষ্টি ক্ষুদ্র স্বার্থ ঊর্ধ্বে
দাও বিশ্বাস যেন মতি হয় তোমায় -
হে ঠাকুর দয়া কর, শুধু দয়া করো হে কল্পতরু 
যেন তোমাতেই অন্ত হয় আমার ।



Comments